অবতক খবর,১২ ডিসেম্বরঃ সিপিএমের আঞ্চলিক কমিটির সম্মেলন চলছে। ১২ ডিসেম্বর হালিশহর লোকসংস্কৃতি ভবনে হালিশহর এরিয়া কমিটির নতুন কমিটি গঠিত হয়।

সিপিএমে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এটা সর্বজনবিদিত। ফলাফলে দেখা যায়

শম্ভু গোষ্ঠী সহজেই ববি গোষ্ঠীকে ১৩-০তে পরাজিত করে নতুন কমিটিতে আধিপত্য বিস্তার করেছে।

কমিটি গঠন পর্বে ববি গোষ্ঠীর ১৩ জনের প্যানেল। গোষ্ঠীর পক্ষে প্যানেল ফেলেন অসীম শীল এবং গোলাপ চৌহান। এই প্যানেলে শম্ভু গোষ্ঠীর মাত্র দুজনের নাম অন্তর্ভুক্ত ছিল। পরে পাল্টা প্যানেল ফেলেন শম্ভু গোষ্ঠীর পক্ষে অমিতাভ সোম। শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। ভোট গণনায় দেখা যায় ববি গোষ্ঠীর সম্পূর্ণভাবে পরাজিত। পাল্টা আঘাত হেনে জয়ী হয়ে গিয়েছে শম্ভু গোষ্ঠী। জেলা সম্মেলনে প্রতিনিধিত্বেও ৪-০তে ববি গোষ্ঠী বিধ্বস্ত।

এদিন সম্মেলনের উদ্বোধন করেন সিটু রাজ্য নেত্রী গার্গী চ্যাটার্জী।

সম্পাদকীয় প্রতিবেদনের ওপর আলোচনা করেন সব শাখার সদস্যরা। বেশিরভাগ শাখার বক্তারা বিদায়ী কমিটির বিরুদ্ধে সম্পাদকের ওপর ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ ওঠে বিদায়ী কমিটির তৃণমূলের সঙ্গে যোগসাজস রয়েছে।

আরও দেখা যায় যে, ববি গেষ্ঠী যে প্যানেল ফেলেছে সেই প্যানেলে উল্লিখিত নামের সদস্যের সঙ্গে তৃণমূলের সংযোগ রয়েছে এবং অনেকেই দালালিতে অভিযুক্ত।

এদিন প্রতিবেদনের ওপর উল্লেখযোগ্য বক্তব্য রাখেন সোমনাথ ব্যানার্জী, সঞ্জয় ভৌমিক ও তাপস পাল। পরবর্তীতে ববি গোষ্ঠীর শোচনীয় পরাজয় দেখে ববি গোষ্ঠীর সমর্থকরাও শেষ পর্যন্ত দ্বন্দ্ব মিটিয়ে হাতে হাত ধরে রাজনৈতিক কর্তব্য সম্পাদন করা উচিত তা মেনে নেন।

উল্লেখ্য, নবনির্বাচিত কমিটির সম্পাদক হয়েছেন অমিতাভ সোম। ফান্ড গঠন চার্জ দুলাল ঘোষ, লিটারেচার ইন চার্জ অরূপ গোস্বামী।

উপরে নতুন সম্পাদক অমিতাভ সোম।