অবতক খবর,৪ সেপ্টেম্বর: হালিশহর ১৩ নম্বর ওয়ার্ড আমবাগান কলোনি উন্নয়ন সমিতি ক্লাব সংলগ্ন অঞ্চলে রয়েছে একটি ১০ কাঠার বিশাল পুকুর।

স্থানীয়দের অভিযোগ,ক্রমে ক্রমে পুকুরটি ভরাট হয়ে যাচ্ছে। তবে কে এই পুকুরটি ভরাট করছে সে বিষয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী।

স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, এই পুকুর ভরাটের পেছনে রয়েছে অঞ্চলেরই বড় বড় মাথা। আর সব জেনেও নীরব দর্শক নগর প্রশাসন থেকে শুরু করে থানা প্রশাসন।

এই অঞ্চলে অবস্থিত এই একটিমাত্র বড় পুকুর, আর সেটিও যদি ভরাট হয়ে যায় তবে কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ কি করবেন সেই নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী।

আমাদের প্রকৃতিতে জলাশয়ের অবদান আমরা সকলেই জানি। আর সেই জলাশয়গুলিই যদি একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। সেই জলাশয় এর উপরে গড়ে উঠছে বড় বড় আবাসন।

চারিদিকে এখন এই পরিস্থিতিই চলছে। সব জেনেও চুপ নগর প্রশাসন থেকে থানা প্রশাসন।

এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।