অবতক খবর,২৮ জানুয়ারি: বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর ১৫ নং ওয়ার্ড সাউথ রেলওয়ে কলোনি থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ।

জানা গেছে, হালিশহর রামপ্রসাদ প্রাইমারি বিদ্যাপীঠের ঠিক পেছনে যে পরিত্যক্ত কোয়াটার রয়েছে,সেটির একটিতে বসবাস করতেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনি রাস্তাঘাট থেকে নোংরা প্লাস্টিকের প্যাকেটে সংগ্রহ করে ওই কোয়াটারে এনে রাখতেন। পথে এর ওর থেকে খাবার চেয়ে খেতেন।

বেশ কিছুদিন ধরেই এলাকাবাসীরা ওই অঞ্চল থেকে পচা গন্ধ পাচ্ছিলেন। দেখা যাচ্ছিল না ওই ব্যক্তিকেও।

অবশেষে আজ হালিশহর থানার পুলিশ এসে ওই পরিত্যক্ত কোয়াটারের ভেতরে গিয়ে দেখে বসা অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং দেহ পচে গিয়ে পোকা ধরে গিয়েছে।

পার্শ্ববর্তী কোয়াটারে এক মহিলা বসবাস করেন। তিনিও মানসিক ভারসাম্যহীন। তার বক্তব্য, কুকুর মরেছিল, পুলিশ এসে নিয়ে গেছে।

এলাকাবাসীরা জানান, কিছুদিন ধরেই এলাকায় পচা গন্ধ ছড়িয়েছিল। অবশেষে খবর দেওয়া হয় পুলিশে।আজ পুলিশ এসে দেখে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পচাগলা মৃতদেহ।

ওই কোয়াটারের এতটাই নোংরা অবস্থা যে, আর পুলিশ প্রথমে ঢুকতেই পারছিল না। পরবর্তীতে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।