অবতক খবর,১৫ সেপ্টেম্বর: চোরেদের সাহস দিনকে দিন বেড়েই চলেছে? দিন দুয়েক আগে কাঁচরাপাড়ায় একটি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। আর গতকাল অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর চুরির ঘটনা ঘটল হালিশহর ৬ নম্বর ওয়ার্ড দোলতলা চৌধুরীপাড়ার এক সেনা কর্মীর বাড়িতে। তবে কি চোরেরা আর পুলিশকে ভয় পাচ্ছে না? নাকি চোর-পুলিশ খেলা চলছে? তবে কি ঘর বাড়ি তালা দিয়ে মানুষ কোথাও যেতে পারবেন না? এতটা দুঃসাহস কোথা থেকে আসছে চোরেদের?
এদিকে পরপর চুরির ঘটনায় আতঙ্কিত বীজপুরবাসী।
মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে এই অঞ্চলে। যার জেরে সকাল থেকে রাত পর্যন্ত রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল।
বাড়ির মালিক সমর ভদ্র। তিনি ওই বাড়িতে তার স্ত্রী দুই নাতনি এবং বৌমাকে নিয়ে বসবাস করেন।
সমরবাবুর একমাত্র পুত্র ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় শ্যামল বাবু পরিবার নিয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যান। কিন্তু মাঝপথে হঠাৎ সমর বাবু অসুস্থ বোধ করায় তিনি বাড়ি না ফিরে তাঁর মেয়ের বাড়িতে চলে যান। তারা ঘরবাড়ি ভালো করে তালা দিয়ে যান।
আর এই সুযোগটি নিয়েছে চোরেরা। বাড়িতে কেউ না থাকার সুবাদে সমরবাবুর সর্বস্ব লুট করে নিয়ে চলে যায় চোরেরা।
বুধবার সকালে পাড়া-প্রতিবেশীরা দেখেন তার বাড়ির তালা ভাঙ্গা। সাথে সাথে তারা খবর দেন সমর বাবুকে। খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন তার সর্বস্ব খোয়া গেছে।
তিনি ফোন করেন বীজপুর থানায়।
পুলিশ এসে সমস্ত বিষয়টি তদারকি করে দেখে এবং তারা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।