অবতক খবর,১৩ মার্চ: দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলায় গ্রামীন হাসপাতালের বেডে থেকে উধাও রুগি, হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলছে রুগির আত্মীয় স্বজনরা। নির্বিকার থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে হাসপাতালের সংলগ্ন একটি পানা পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ।

বৃহস্পতিবার শ্বাসকষ্ট জনিত কারণে ভর্তি হয় নিখোঁজ ঐ ব্যক্তি,শনিবার রাতে4:30 নাগাদ হাসপাতালের বেডে থেকে উধাও হয়ে যায়, মগরাহাট এক নম্বর ব্লকের উস্থি থানার শেরপুরের ঘটি হারানিয়ার বাসিন্দা গোপাল ঘোষ বছর 70 এর ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন হাসপাতালের গাফিলতির অভিযোগ করে বিষ্ণুপুর থানার অভিযোগ দায়ের করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে রুগির সঙ্গে রুগির বাড়ির লোকজন ছিলো,থানায় নিখোঁজ ডায়েরি করে হাসপাতাল কর্তৃপক্ষ । দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রবিবার সকাল এগারোটা নাগাদ আমতলা গ্রামীণ হাসপাতাল লাগোয়া একটি পানা পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। তবে বিষ্ণুপুর থানার পুলিশ প্রশাসন ও ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিও গ্রাফি মাধ্যমে দেহ শনাক্ত করে মৃত ব্যক্তির পরিবারের লোকজন।দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহটির ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। স্থানীয় পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্টে আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।