অবতক খবর , শিলিগুড়ি :      করোনার কারনে হাসপাতালে এসেও ডাক্তার দেখাত পারলেন না এক দুরারোগ্য রোগী। বহুবছর ধরে মানস চৌধুরী নামে এক ব্যক্তি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার স্ত্রী সঞ্জনা চৌধুরী জানালেন তার সামী বর্তমানে কিছুটা সুস্থ এবং চিন্তার কোন কারন নেই কিন্তু তাকে হাসপাতালে আসতে হয় প্রতি তিনমাস অন্তর গতকাল এসে প্রায় তিনঘন্টা বসে থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

সঞ্জনা চৌধুরী ডাক্তার ডাকতে গেলে ডাক্তার আসতেও দেরী করেন। ফলে ওই হাসপাতালেই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় এক নার্স এসে তার চিকিৎসা করেন। পরে ওই মহিলা জানান বার বার বলা হলেও কেউ এগিয়ে আসেন নি। ওই নার্স না থাকলে কি হত জানি না।