অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়ি হাসপাতালে করোনা রোগীদের নেওয়া যাবে না, এ নিয়ে বক্তব্য সাধারন রোগীদের। কোনভাবেই কেভিড রোগীদের নেওয়া যাবে না,কোন সন্দেহ থাকলে অবশ্যই পরিক্ষা করে নিতে হবে। আজ শিলিগুড়ি জেলা হাসপাতালের আউটডোরের সামনে বিক্ষোভ দেখান বাইরে থেকে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। তাদের বক্তব্যে যেকোন সময়ে ছড়াতে পারে সংক্রমন,তাই হাসপাতাল কতৃপক্ষের দায়িত্ব সবাইকে সজাগ রাখা।
উল্লেখ্য গতকাল এক প্রসুতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা হাসপাতালে,অন্যান্য রোগীদের দাবী ছিলো কেন পরিক্ষা না করে ভর্তি নেওয়া হল। কোভিড রোগীদের জায়গা তো আছেই। তবে হাসপাতালে কেন। আজ জেলা হাসপাতাল থেকে বলা হয়েছে এবার থেকে হাসপাতালে কোন সন্দেহজনক কেউ আসলে পরিক্ষা করে নিতে হবে।