তোমার ভারতবর্ষ এখন কেমন? তুমি কেমন আছ হে মানুষ!
হাসপাতাল যখন পাঠশালা
তমাল সাহা
তিনটি শব্দ শিখে রাখো
অপেক্ষা, প্রতীক্ষা, রক্ষা।
হাসপাতালে যাও, তুমি নাও
এই তিনটি শব্দের শিক্ষা।
কখন চিকিৎসার প্রারম্ভ
তুমি কি জানো?
তুমি তো যন্ত্রণাকাতর রোগাক্রান্ত।
কোথায় তোমার গুরুত্ব?
কেউ নেই তোমার পাশে
শুশ্রূষা শব্দটি দোল খায় বাতাসে।
পড়ে থাকো হাসপাতাল রোয়াকে
কে কখন দেখা দেবে ঈশ্বরের পোশাকে!
এই তো তোমার দেশ!
তুমি করো অপেক্ষা এবং অপেক্ষা…
তারপর দীর্ঘ ধৈর্যের পরীক্ষা,
জীবন বেলার অবসান।
এখন তোমার দেহ শবে পরিণত।
তৈরি আছে শ্মশানগামী যান।
আর প্রয়োজন নেই পরীক্ষা।
মৃত্যুই তোমার নিরাময়ের পথ,
শেষ রক্ষা।
তুমি শিখে গেলে শেষ শিক্ষা–
মৃত্যুমন্ত্রে দীক্ষা।
ওঁম স্বস্তি, ওঁম স্বস্তি, ওঁম স্বস্তি।
এ ধরিত্রী শূন্য আধার
হায়, পরিবার প্রজন্ম নাস্তি! নাস্তি!