অবতক খবর , অভিষেক দাস , মালদা :- হিংসাকেই পলিসি হিসেবে নিয়েছে তৃণমূল। হালিশহরে বিজেপি কর্মী খুন এর ঘটনা প্রসঙ্গে মালদা স্টেশনে মন্তব্য দিলীপ ঘোষের।

তিনি বলেন একজন আমাদের সর্বভারতীয় সভাপতি এলেন, তাকে ঢিল মারা হবে , গাড়ি ভেঙ্গে দেওয়া হবে, প্রাণে মারার চক্রান্ত করা হবে, গণতন্ত্রে এসবের কোন জায়গা নেই।

হালিশহরে গৃহ সম্পর্ক অভিযান চলার সময় কয়েকজন কে ঘিরে মারধর করা হয়েছে, একজন ঘটনা স্থলেই মারা গেছে,৮জন হাসপাতলে গেছে। কসবাতে প্রতিবাদ সভায় বিজেপি নেতাদের ওপর হামলা হয়েছে।

হিংসা টা চরম পর্যায়ে চলে যাচ্ছে। টিএমসি এটাকে পলিসি হিসেবে নিয়েছে।ওদের রাস্তা বন্ধ হয়ে গেছে হেরে গেছে ওরা বারবার।তাই শেষ চেষ্টা করে দেখছে।

পাশাপাশি বাংলায় ব্যপক দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত দুর্নীতি হয়েছে।টেট নিয়ে দুর্নীতি চলছে। পঞ্চায়েত স্তরেও দুর্নীতি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসএ মালদায় এসে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হন।