অবতক খবর,২৮ আগস্টঃ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দক্ষিণ বিশপুর গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জের জেডিঘাটের টেন্ডার হয়ে আছে,দীর্ঘদিন ধরে কিন্তু কাজ হয়নি।এমনই অভিযোগ এলাকায় সাধারণ মানুষের। এপারে সানডেলার বিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ,ওপারে দক্ষিণ বিশপুর।মাঝখান দিয়ে বয়ে গেছে গৌড়েশ্বর নদী।বিশপুর বাইলানি কুমিরমারি খেজুরবেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে সাধারণ মানুষের বসবাস রয়েছে।তাদের হসপিটাল কলেজ ব্যাংক ইলেকট্রিক অফিস ব্লক অফিস সহ যেকোনো প্রয়োজনে তাদেরকে এপারে আসতেই হয়।যার পারাপারের একমাত্র মাধ্যম দক্ষিণ বিষপুর বা নবীনগঞ্জেরখেয়া।আর তা না হলে হাসনাবাদ দিয়ে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়।এই নবীনগঞ্জ খেয়াঘাটের অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ।বাঁশের পাটাতনের উপর দিয়ে খুব রিক্সে ওঠানামা করতে হয়।গত কয়েকদিন আগে এই পাঠা ধনীর উপর দিয়ে ওঠানামা করতে গিয়ে দুজন ব্যক্তি ৫ মিনিট করে নদীতে পড়েও গিয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে আসা হয়।আর সাইকেল বাইকক পার করা যায়ই না এখান দিয়ে।অনেকেই আবার স্লিপ করে পড়েও যান।
স্থানীয় মানুষের দাবি তারা ব্লক প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়ে ও কোন কাজে কাজ হয়নি,শুধু আশ্বাস মিলেছে। ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে বলাও হয়েছে যে ঘাট পাস হয়ে গেছে দ্রুত কাজ শুরু হবে।কিন্তু আশ্বাস শুধু আশ্বাসেই রয়ে গেল বাস্তবের রূপ দেখা গেল না এই খেয়া ঘাটের।এ বিষয়ে সানডেলারবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল গাজীকে প্রশ্ন করা হলে তিনিও একই আশ্বাস দিয়েছেন যে কাজ দ্রুত হয়ে যাবে।হিঙ্গলগঞ্জ বিজেপির মেন মন্ডলের সভাপতি তিনি জানিয়েছেন অনেক বার ঘাট পাস হয়ে গেছে টাকাও এসেছে কিন্তু ওই পাশই হয়ে থাকবে কাজ হবে না।এমন ও অভিযোগ তিনি তিনি জানিয়েছেন।তাই এখানে একটা প্রশ্ন থেকেই যায় একটা ফেরিঘাট দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে আছে আর সবকিছু জেনে বুঝেও জেগে ঘুমাচ্ছে ব্লক প্রশাসন তাদের কোনো হুঁশ নেই কবে হবে এই কাজ?