অবতক খবর,১৫ মার্চ: হিজাব নিষেধাজ্ঞাকেই সমর্থন করল কর্ণাটক হাইকোর্ট। “হিজাব পরা ইসলামে অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়”, এই মর্মে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের হিজাব সংক্রান্ত মামলায় নিষেধাজ্ঞার সমর্থনেই রায় দিল কর্ণাটক হাইকোর্ট।
স্কুল ও কলেজে হিজাব পরার নিষেধাজ্ঞা বহাল রেখে, হাইকোর্ট আরও ঘোষণা করে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ইউনিফর্ম নির্ধারণ করার অধিকার রয়েছে এবং কলেজগুলিতে হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীদের দায়ের করা ৫ ফেব্রুয়ারির রিট পিটিশন খারিজ করে দেয় আদালত।
বহু প্রতীক্ষিত হিজাব মামলার রায়দানের আগে গোটা রাজ্যের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। রাজধানী বেঙ্গালুরুতেও ব্যাপক পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে।