আজ ৩০ জুন। হুল দিবস। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পাঁচ বার বিদ্রোহ ঘোষণা করেছে সান্তাল জনজাতি। কয়েক হাজার আদিবাসী শহিদের মৃত্যু বরণ করেছে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কবিতা

হুল দিবস
তমাল সাহা

একবার লয়, পাঁচ পাঁচবার তুরা হুল বানাইলি।
তুরা আদিবাসী জনজাতিকে সামনে আইনলি।
কুত্ত মানুষকে করলি তুরা জড়ো।
উরে ইখন তুরা কুথায় আছিস
রে সিধু, রে কানু, রে চান্দ,ভৈরো ?

আরে সিধু সঙ্গে উরা কে রে?
উ তো ফুলমণি বট্যে!
আর উ হলো ঝানো।
উরা তুদের সঙ্গে কিন-অ?
উরা মুদের বহিন রে!বহিন।
উরাও লড়াই করবেক।
ই লড়াই যে বড় কঠিন।
মুরা দিকু হটাইব,
ছিনাই লিব জল জঙ্গল জমিন।

উকে চিনিস লাই?
উ তো মুদের দেশের
পরথম রে পরথম নারী শহিদ।
উ তো বীরাঙ্গনা ফুলমণি
মুদের জনজাতির সোনামনি।

ইটা মুদের দেশ—
মুদের পাহাড় পর্বত জঙ্গল
আকাশ বাতাস সব মুদের।
জোর কইরে দখল লিছে
শালো! বইলছে কিনা উদের?

আরে ধামসা বাজা,মাদল বাজা
আজ মুদের হুল দিবস রে হুল!
উরে তুরা তীর উঠা,টাঙ্গি উঠা—
শালের ডাল পাঠাইন দে
ডাক পাঠাইছে ফুল মহুল।

হুলের নিশা, সাচ্চা নিশা
এ নিশা বড় ঝিম ঝিম—
লড়াইয়ের নেশা বাড়াইন দেয়।
বুকের ভিতর উথাল পাথাল
ধামসা বাজে,মাদল বাজে দ্রিম দ্রিম…