অবতক খবর,২ জানুয়ারিঃ হৃদয়পুর এলাকায় গ্যাস ডেলিভারি দিতে আসা ব্যক্তিকে ওজনে কম গ্যাস সমেত হাতেনাতে ধরল সোমবার স্থানীয়রা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়।অভিযোগ আজ হৃদয়পুর এলাকায় মাধব দাস নামে এক ব্যক্তির বাড়িতে ইন্ডিয়ান গ্যাস ডেলিভারি দিতে এলে গ্যাস সিলিন্ডার দেখে সন্দেহ হয় মাধব বাবুর।

তখন সেই সিলিন্ডার ওজন করে দেখা যায় ২কেজি কম রয়েছে গ্যাস।গ্যাস অফিসে অভিযোগ জানালেন,কোনরকম সহযোগিতা না করে উল্টে বলে কোন অভিযোগ জানিয়ে লাভ হবে না,অভিযোগের কপি চাপা পরে যাবে।গ্যাস কম হয়েছে পাল্টে অন্য সিলিন্ডার নিয়ে নিয়ে উপদেশ দেয়।কিন্তু মাধ বাবু মানতে নারাজ,তিনি মনে করেন এই কম গ্যাসের সিলিন্ডারটি ওই পাড়ার অন্য কাউকে দেবে,তখন সে ঢকবে।বর্তমানে গ্যাসের দাম প্রায় ১১০০ টাকা।এত দাম দিয়ে কেন কম গ্যাস নেবে মানুষ।তারপর পাড়ার লোকজন একত্রিত হয়ে,ভ্যানে থাকা এক এক করে সব সিলিন্ডার ওজন করা হলে দেখা যায় অধিকাংশ সিলিন্ডানে ২কেজি,১কেজি,কোনটায় ৫০০ গ্রাম কম রয়েছে।তারপরে সেই ব্যক্তিকে আটকে রেখে বারাসত থানায় খবর দেওয়া হয়।ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ।

পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে।অন্যদিকে গ্যাস ডিস্টিবিউটারের দাবি গ্যাস ডেলিভারি দিতে যাওয়া ব্যক্তি কোন দোষ নেই এই ঘটনায়।তার কর্তব্য যখন গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে যাবে তখন ওজন করেই গ্যাস সিলিন্ডা ভ্যানে তুলবে এবং যাকে গ্যাস দেবে তাকে ওজন করে বুঝিয়ে দেওয়া যেটা উনি করেননি।পাশাপাশি ডিস্ট্রিবিউটররা গ্যাস ওজন করেই নেয়,কিন্তু তারপরে এতগুলো গ্যাস সিলিন্ডার এর ওজন কি করে কম হল,উঠছে প্রশ্ন।যদিও এই ভুল কার,কিভেবে গ্যাস ওজনে কম হল তার সদুত্তর কেউ দিতে পারেনি,না ডিস্টিবিউটর না গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে আসা ব্যক্তি।