তোমার প্রয়াণ, আমার প্রণাম

হেই সামালো
তমাল সাহা

হেই সামালো!
ঢেউ উঠেছে কারা টুটেছে—
উচ্চারণে না যদি মনে পড়ে তোমার নাম
তবে তো আমরা রাষ্ট্রের গোলাম।

তোমার হাতে
হারমোনিয়াম বাঁশি এসরাজ পিয়ানো
কথাকার, সুরস্রষ্টা তুমি কত কি জানো!

তোমার অবাক পৃথিবী রানারের সুর
দূর থেকে চলে যায় বহুদূর…
গাঁয়ের বঁধূ সেই অপূর্ব কাহিনী
বাঙালির হৃদয়মথিত সে অনেক কথা-বাণী।

গণসঙ্গীতের স্বর-সুর উত্তাল গান
মানুষ মিছিল লড়াইয়ে মহান।
আমাদের প্রতিবাদের ভাষা
তোমার লেখা আধুনিক গানে
কে আর বলো তোমার মতো তেজবান!
এখনো আকাশে বাতাসে নদীর সলিলে
তোমার কন্ঠ বহমান।