হে ঈশ্বর হে আল্লাহ
তমাল সাহা

কবরস্তান শব্দটি আগেই জানতাম
তার পাশেই আমার বাড়ি।
একে গোরস্তান বলে জেনেছি পরে
রোজই দেখি
ছয় বাই তিন বাই তিন ফুট
গর্ত খোঁড়ে কবর কাটুরে।

দিল্লির কবরখানার ম্যানেজার
মহম্মদ শামীম
কপালে হাত, ভাবে অতঃ কিম্?
এত এত লাশের মুখ দেখা
যার অভ্যাস নিয়মিত
তার চোখেও দেখি জল অবিরত।

গোরস্থানে আর হবেনা দাফন
নেই কোন স্থান,
জায়গা একদম অসংকুলান।

আখোকে সামনে মৌত কা সিলসিলা
ইনসান! ইনসান কি এইসা কিসমত
হে ঈশ্বর! হে আল্লাহ!