অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডে একটি হোটেলকে কোয়ারেনটাইন সেন্টার করায় ধুন্ধুমার কান্ড বেধে গেলো গতকাল। ওই ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয় ওয়ার্ড কোয়ার্ডিনেটারকে ফোন করে প্রতিবাদ জানান,ওই হোটেল মালিক পরে ফোন করে জানান তাদের কাছে এখনো সরকারীভাবে কোন নির্দেশ আসে নি,তবে তাদের হোটেলকে কোয়ারেনটাইন সেন্টার করা হবে এই খবর জানানো হয়েছে।
বর্তর্মনে লকডাউনের কারনে ভারতের সমস্ত হোটেলেই বাইরে থেকে মানুষ এসে উঠছেন না,সেহেতু হোটেলগুলি ফাকাই থেকে যাচ্ছে,বাইরে থেকে আসা মানুষেরা শহরে এসে এই সব কোয়ারেনটাইন হোটেলগুলিতেই এসে উঠবেন। আর এখানেই আপত্তি ১৪নং ওয়ার্ড বাসিন্দাদের মতে এইভাবে যদি নানান জায়গা থেকে মানুষ আসতে থাকেন তবে তাদের বসবাস করা অসম্ভব হয়ে পড়বে,তবে ১৪নং ওয়ার্ড কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত জানিয়েছেন,তার সাথে কথা হয়েছে আধিকারিকদের তারা জানিয়েছেন এই ব্যাপারে তাদের কাছে নির্দেশ এসেছে।