অবতক খবর :: শিলিগুড়ি ::১২ জুন :: করোনা আক্রান্তের তুলনায় দিনের পর দিন হাসপাতাল ও বেডের সংখ্যা অপ্রতুল হয়ে পড়ছে। ডাক্তারের সংখ্যাতেও ঘাটতি। তাই চিন্তা কাটাতেই হোমা আইসোলেশনেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে দ্রুততার সাথে। এবার শিলিগুড়িতেও হোম আইসোলেশনে থেকেই উপসর্গহীন করোনা রোগীরা করাতে পারবেন চিকিৎসা।
ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সেইমতই শিলিগুড়িতেও বেশ কিছু রোগী যাদের কোনও রকম করোনা উপসর্গ নেই এবং অন্য কোনও রোগ নেই ও তাদের আলাদা ঘর রয়েছে আলাদা বাথরুম রয়েছে সেই রোগী চাইলেই বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবেন।