অবতক খবর : উত্তর ২৪ পরগনা : রাতভোর হোল্ডিং ফেস্টুন ছেঁড়া কে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ চলল উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায়। প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার কামারহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে।
অন্যদিকে বারাসাত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সংঘর্ষের ঘটনায় জখম ওই ওয়ার্ডের বিদায় তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিক সহ আরো ৪ জন। এখানে তৃণমূলের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দুটি ক্ষেত্রেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা লাগানো কে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা তাদের ওপর হামলা চালায় বাঁশ লাঠি ওইকেট দিয়ে। তাতেই মাথা ফাটে তৃণমূল কাউন্সিলর এর। আহতদের বারাসাতে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনার পর এই এলাকায় উত্তেজনা ছড়ায়।
বিজেপির অভিযোগ শুক্রবার সকালে বারাসাত নবপল্লী এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র আসার কথা নির্বাচনী প্রচারে। তাই তারা বিজেপি প্রার্থীর সমর্থনে হোল্ডিং ফেস্টুন লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিক এসে তাদের ওপরে হামলা চালায় এবং হুমকি দিতে থাকে। স্থানীয় মানুষরাই তখন প্রতিরোধ করে তৃণমূলের গুন্ডা বাহিনী কে।