অবতক খবর ,মার্কিন যুক্তরাষ্ট: বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছে নোভেল করোনাভাইরাস। শুক্রবার ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO অতি মহামারী পান্ডেমিক ঘোষণা করেছে করোনা ভাইরাসকে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে WhatsApp এগিয়ে এসেছে । হেল্পডেস্ক হাজির করল মুম্বইয়ের সংস্থা হ্যাপতিক নামের সংস্থা ।চ্যাটবটের সঙ্গে করোনাভাইরাস সম্পর্কে কথা বলতে গেলে, প্রথমেই একটি ফোন নম্বর সেভ করতে হবে। ভারতীয় ইউজারদের জন্য +91 93213 98773 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য +1 808-369-9528 নম্বর সেভ করতে হবে। নম্বর সেভ হওয়ার পর ইংরেজিতে ‘Hi’ লিখে চ্যাট শুরু করা যেতে পারে। আর এর জন্য সংশ্লিষ্ট বটসিস্টেমের নম্বর হোয়াটসঅ্যাপে সেভ করতে হবে। করোনা-সম্পর্কিত ইউজারের প্রতি প্রশ্নের উত্তর দেবে এই সোশ্যাল চ্যাটবট।