অবতক খবর,৩ আগস্ট,বাঁকুড়াঃ- ফের ‘হয় চাকরী, নয় স্বেচ্ছা মৃত্যুর অনুমতি’ দেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে নামলো প্রাথমিক শিক্ষক পদ প্রার্থীরা। টেট উর্ত্তীর্ণ বঞ্চিত ডি.এল.এড ঐক্যমঞ্চে’র তরফে প্রাথমিক শিক্ষকতার চাকরীপ্রার্থীরা। মঙ্গলবার ‘প্রাথমিক টেট উর্ত্তীর্ণ বঞ্চিত ডি.এল.ড ঐক্যমঞ্চে’র সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসুর ছবি সম্বলিত, নিজেদের দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে মিছিল করে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে দীর্ঘক্ষণ গণ অবস্থান ও ডেপুটেশান কর্মসূচীতে অংশ নেন তাঁরা।

আন্দোলনকারী চাকরী প্রার্থীদের দাবি, আমরা ২০১৪ সালের টেট উর্ত্তীর্ণ ও অন্তর্ভূক্ত না হওয়া প্রার্থী। রাজ্যের মুখ্যমন্ত্রী গত নভেম্বর মাসে ২০১৪-র টেট উর্ত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়ার কথা ঘোষণা করেন। এই ঘোষণায় আমরা ও আমাদের পরিবার আশার আলো দেখেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণাই সার! আজও আমরা নিয়োগপত্র পেলামনা। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে চাকরী দিতে না পারলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক, বলে আন্দোলনকারীরা দাবি তুলেছেন।