সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার ::    গোসাইরহাট জিপিতে ১০০দিনের কাজ দেবার নামে চৌকিদারী ট্যাক্স নেওয়া হচ্ছে, এই অভিযোগ তুললো বিজেপি। আজ তারই প্রতিবাদে এবং চৌকিদারী ট্যাক্স নেওয়া বন্ধের দাবিতে গোসাইরহাট অঞ্চল প্রধানকে ডেপুটেশন দিলেন বিজেপির মন্ডল কমিটি। বিজেপি মন্ডল কমিটির সভাপতি পবিত্র বর্মন বলেন, আমরা জানতে পেরেছি ১০০ দিনের কাজের নামে এবং অন্য কোনে কাজে প্রধানের সার্টিফিকেট নিতে এলে মানুষের কাছ থেকে চৌকিদারী ট্যাক্স নেওয়া হচ্ছে, এই চৌকিদারী ট্যাক্স বন্ধের দাবীতে আমরা আজ বিজেপির পক্ষ থেকে গোসাইরহাট প্রধানকে ডেপুটেশন দিলাম। পবিত্র বর্মন আরো বলেন, প্রধানের উত্তরে জানা গেল তারা একশো দিনের কাজের জন্য কোন ট্যাক্স নেয় নি।

গোসাইরহাট গ্রামপঞ্চায়েত প্রধান মদন বর্মন বলেন, বিজেপি ডেপুটেশনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এটা দুর্ভাগ্যজনক । তিনি বলেন কোনো দিনই শ্রমিকদের ১০০দিনের কাজের জন্য কখনই চৌকিদারী ট্যাক্স নেওয়া হয়নি, হবেও না। এছাড়াও জিপিতে যারা নিজেদের প্রয়োজনে ট্রেড লাইসেন্স অথবা সার্টিফিকেট নিতে আসেন, তাদের ট্যাক্স বকেয়া থাকলে সেটাই নেওয়া হয়। এই ট্যাক্সের টাকায় অফিসের অস্থায়ী কর্মীদের বেতন সহ নানান উন্নয়নমূলক কাজ করা হয়। মদন বর্মন বলেন, সমস্ত পঞ্চায়েতদের নিয়ে, নিয়ম মাফিক মিটিং করে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে জিপিতে কাজ কর্ম করা হয়। আমাদের এখানে কোথাও কোনো রকম অনিয়মের সুযোগ নেই। জিপির উন্নয়নে আমরা সকলের সহযোগিতা চাই।