সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ১২ মে :: দেশে লকডাউন চললেও সরকারি নির্দেশে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে একশো দিনের কাজ। আজ গোসাইরহাট জিপির ২০৫ নং বুথেও ১০০ দিনের কাজ শুরু হয়। কাজের খবর পেয়ে, বুথের জবকার্ড ধারী বেশ কিছু মানুষ কর্মস্থলে জড়ো হন। কিন্তু সেখানে গিয়ে অনেকেই কাজ পায় নি বলে অভিযোগ।
বিজেপির মন্ডল সভাপতি পবিত্র বর্মন অভিযোগ করেন, একশো দিনের কাজে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছেন। তারা সমস্ত বুথেই বেছে বেছে তাদের দলীয় লোকজনের কাজ দিচ্ছেন অথচ বুথের অন্য সাধারণ খেটেখাওয়া অভাবী মানুষ কাজ পাচ্ছেন না। পবিত্র বর্মন বলেন, তৃণমূল কংগ্রেস যেমন রেশনে দুর্নীতি করেছে, তেমনি জবকার্ডের কাজের ক্ষেত্রেও তারা দুর্নীতি করছে।
অপর দিকে,গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মদন চন্দ্র বর্মন বলেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন,তারা উদ্দেশ্য প্রণোদীতভাবে মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতে অন গোয়িঙ কাজকে চালু করতে বলা হয়েছে। লকডাউনের কারণে সবক্ষেত্রে ৫০% লেবার দিয়ে কাজ করার সরকারি নির্দেশ আছে। যারা আজকে কাজ পায় নি, তারা পরে পাবে। মদন বর্মন জানান, অনেকেই ইট ভাটায় কাজ করতে যায়, তাদের বাদ দিলে ইতিপূর্বে গোসাইর হাট জিপিতে ১০০% কাজ করানো হয়েছে। যারা মিথ্যা অভিযোগ তুলছে,তারা অহেতুক ঝামেলা পাঁকিয়ে উন্নয়নকে ব্যহত করতে চায়। তারা দেশের উন্নয়ন চায় না।