অবতক খবর,২০ নভেম্বর: রাজ্যের মূখ্যমন্ত্রীর নির্দেশে ১০০% কোভিড ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে এগোছে স্বাস্থ্য দফতর।যাতে রাজ্যের একটিও মানুষ টিকা থেকে বঞ্জিত না হয়।সেই মতাবেক কোভিড টিকাকরণে উৎসাহ প্রদানে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈল পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় স্পেশাল ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক সৌমেন রায়। ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং প্রাক্তন শহর তৃণমূল সভাপতি কমল ঘোষকে সঙ্গে নিয়ে এদিন প্রথমে ডালিমগাঁও হাইস্কুলে স্পেশাল ভ্যাকসিন ক্যাম্পে হাজির হন বিধায়ক।
এরপর ধনকৈল পঞ্চায়েতের লক্ষ্মীপুর ভেদাবাজার প্রাইমারি স্কুল ও লক্ষ্মীপুর হাইস্কুলে ভ্যাকসিন ক্যাম্প পরিদর্শন করেন বিধায়ক। এদিনের পরিদর্শনে স্বাস্থ্য কর্মী এবং ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সুবিধা-অসুবিধার কথা জানার চেষ্টা করেন বিধায়ক। কোভিড সংক্রমণের হাত থেকে বাঁচতে টিকা নিতে এগিয়ে আসতে সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। টিকা গ্রহণে উৎসাহ প্রদানে বিধায়কের এই ভূমিকায় খুশি কালিয়াগঞ্জের স্বাস্থ্য কর্মীরা।