অবতক খবর,মৃন্ময় লাহিড়ী,কল্যাণী,নদীয়া,২৭ সেপ্টেম্বর: আজ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ১০ ঘন্টার ভারত বনধের মিশ্র প্রতিক্রিয়া কল্যাণীতে। ‌আজ সকাল সাড়ে ছটা নাগাদ ৩০ জনের একটি দল নিয়ে কল্যাণী ২ নং আঞ্চলিক সিপিএম পার্টি অফিস থেকে মিছিল করেন সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা। এছাড়াও বনধ সমর্থন করে তাদের সাথে পথে নেমে ছিলেন এসইউসিআই, সিপিএম, ডিওয়াইএফআই সহ অন্যান্য সিপিআইএমের শাখা সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, চল্লিশটি কৃষক সংগঠনকে নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা তৈরি হয় এবং আজ ২৭শে সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিলে সই করে এই বিলটিকে আইনে পরিণত করেন তারই প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে বিকেল ৪টে সারা ভারতবর্ষের সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে ১০ ঘন্টার ভারত বনধ পালিত হচ্ছে। ‌ উপস্থিত ছিলেন ২০২১ কল্যাণী বিধানসভা নির্বাচনের সিপিআইএম প্রার্থী সবুজ দাস (সভাপতি, এসএফআই নদীয়া জেলা), সোমেশ কংশ বণিক(সিপিএম জেনারেল সেক্রেটারি), এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ডঃ শান্তনু ঝাঁ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ।