আবতক খবর, কুলপি , দক্ষিণ ২৪ পরগনা :- কুলপি বিধানসভা কেন্দ্রের ১১৭ নম্বর জাতীয় সড়কের কুলপির মোড়ে স্ট্রিটলাইট বন্ধ থাকায় , নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের দানা বেঁধেছে l অভিযোগ প্রতিদিন সন্ধ্যা নামলেই যেখানে স্ট্রীট লাইট জ্বলতো ,বেশ কয়েক মাস যাবত সেই স্ট্রিটলাইট পুরোপুরি বন্ধ l কুলপি বিদ্যুৎ বন্টন সংস্থার তরফ থেকে এ ব্যাপারে কোনো সদুত্তর পাওয়া যায়নি l একমাত্র কুলপিবিধায়কের সোলার লাইট টিমটিম করে জ্বলছে l সূত্রের খবর, কুলপি শিক্ষক পল্লী মোড় থেকে কুলপি বিবেক ময়দান আগে পর্যন্ত স্ট্রিটলাইট পশ্চিম দিকে লাগানো রয়েছে l

মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া বেশ কয়েক বছর আগে ঘটা করেই স্ট্রীট লাইটের উদ্বোধন করেছিলেন l বছর ঘুরতে না ঘুরতেই স্ট্রিট লাইট বন্ধ হতে শুরু করে l কি কারনে স্ট্রিটলাইট সন্ধ্যার পর থেকে বন্ধ রয়েছে কেউ জানতেই পাচ্ছে না l মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি জেলা সাধারণ সম্পাদক , প্রবীর রায় বলেন, আমরা সমগ্র বিষয়টি নিয়ে কুলপি বিদ্যুৎ বন্টন সংস্কার আধিকারিকের সাথে কথা বলেছিলাম l তিনিও আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু কি কারণে বন্ধ তা তিনি বলতে পারেননি l মথরাপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রবীর রায় দাবি করেন, হয়তো বিদ্যুতের বিল নিয়ে কোনো সমস্যা হতে পারে, নতুবা কেউ কেউ ইচ্ছা করে স্ট্রীট লাইট জ্বালাই নি l এদিকে কুলপি বাজার ব্যবসায়ী সমিতির পূর্ণেন্দু হালদার বলেন, স্ট্রীট লাইটের কোন সমস্যা হয়তো রয়েছে তবে আমি বিষয়টি যখন জানতে পারলাম আগামীকাল আমি অবশ্যই খোঁজ নেব l