অবতক খবর,১৬ সেপ্টেম্বর: ১৪ দফা দাবির ভিত্তিতে চোপড়ার বিডিওকে স্মারকলিপি দিতে মিছিলে সরব হলো সারাবাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের চোপড়া ব্লক কমিটি।
বৃহস্পতিবার দুপুরে চোপড়া উচ্চতর বিদ্যালয়ের মাঠ থেকে তারা মিছিল বের করে পায়ে পায়ে এগিয়ে যান বিডিও অফিসের দিকে। বিডিও অফিসে গিয়ে স্মারকলিপি জমা দিতে গেলে বিডিওর অবর্তমানে জয়েন্ট বিডিও স্মারকলিপি জমা নিতে টালবাহানা করেন বলে অভিযোগ করেন MDM এর কর্মীরা।
তারা বিষয়টি নিয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজাহার উদ্দিনের দারস্থ হন। তাকে তাদের অভিযোগের কথা জানালে সভাপতি আজাহার উদ্দিনের তৎপরতায় তাদের স্মারকলিপি জমা নেন বিডিও অফিস কর্তৃপক্ষ। তাদের স্মারকলিপির অন্যতম বিষয় গুলোর মধ্যে রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সমস্ত বিদ্যালয় চালু করতে হবে, মিড ডে মিল প্রকল্পকে বেসরকারিকরণ করা চলবে না, মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং প্রতি পঁচিশ জন ছাত্র-ছাত্রী রান্নার জন্য একজন কর্মী নিয়োগ করতে হবে।