অবতক খবর , শিব শংকর ,বালুরঘাট :-পুজোর আগে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান চালাবে না পরিবহণ দপ্তর। পুজোর পরে ফের ১৪ নভেম্বর থেকে কড়া অভিযানে নামা হবে। যার ফলে আরও কিছুদিন বে আইনি টোটোর রেজিষ্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হল। এমনই সিন্ধান্ত নিয়েছে জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক।
জানা গিয়েছে, ১৪ নভেম্বরের পর থেকে বে আইনি কোনো টোটো চলাচল করতে পারবেনা। তার পরিবর্তে শুধুমাত্র সরকারি অনুমোদিত ই-রিক্সা চলবে। এছাড়াও বৈধ ই-রিক্সা চালকদের লাইসেন্সের সঙ্গে অপেরেশন এরিয়ার বৈধ পরিচয়পত্রের একটি পারমিট প্রদান করা হচ্ছে। যার ফলে অনেকটা যানযট সহ অন্যান্য সমস্যাগুলির সমাধান হবে বলে আশাবাদী আঞ্চলিক পরিবহণ দপ্তর।