অবতক খবর, ১৫ সেপ্টেম্বরঃ সারা পশ্চিমবাংলা ব্যাপী শিক্ষিত ও বেকার ছাত্র যুবদের দাবি নিয়ে রাজপথে আন্দোলনে সামিল ছাত্র-যুবদের প্রিয় সংগঠন SFI-DYFI।সকলের জন্যে শিক্ষা ও কাজের দাবিতে, বিজেপি সরকারের নেতৃত্বে দেশের সরকারী শিল্পগুলি পেটোয়া শিল্পপতিদের কাছে বিক্রির বিরুদ্ধে,জাতীয় শিক্ষানীতি বাতিল সহ শিক্ষায় নৈরাজ্যের প্রতিবাদে,রাজ্য জুড়ে তৃণমূলের নেতৃত্বে ১০০দিনের কাজে,বাংলা আবাস যোজনায় ,পঞ্চায়েত-পৌরসভা পরিচালনায় ,রেশন বণ্টনে চূড়ান্ত লুট দুর্নীতির প্রতিবাদে,তৃণমূল ও বিজেপির নেতৃত্বে রাজ্য ও দেশ জুড়ে ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষে মানুষে মৈত্রী-ভাতৃত্বের বন্ধনকে মজবুত করতে,মালদা জেলায় নদী ভাঙন রোধে ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের দাবিতে,কাজের দাবিতে SSC চালু সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারী দপ্তরে শূন্যপদে নিয়োগের দাবিতে,করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার প্রতিবাদ সহ সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার দাবিতে ―
SFI – DYFI মালদা জেলা কমিটির আহবানে ১৫ই সেপ্টেম্বর (২০২০) মালদা শহরের রাজপথে বিশাল মিছিল ও সমাবেশে সামিল হাজার হাজার(২০০০) ছাত্র-যুবরা।আন্দোলনে সংহতি জানিয়ে বর্তমান নেতৃত্বের পাশে প্রাক্তনেরাও।