অবতক খবর,৬ সেপ্টেম্বরঃ গতকাল রাতে সিবিআইয়ের পক্ষ থেকে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীকে নোটিশ দিয়ে জানানো হয় যে,আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টায় সিজিও কমপ্লেক্সে কিছু নথিপত্র সহ তাকে সশরীরে হাজিরা দিতে হবে। কিন্তু আজ দেখা যায় তিনি হাজিরা এড়িয়ে যান। তাঁর পরিবর্তে সিজিও কমপ্লেক্সে যান তাঁর আইনজীবী প্রসেনজিৎ নাগ।
মূলত তাঁর আর্থিক লেনদেনের নথিপত্র চেয়ে তাঁকে আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল সিবিআই। Sec-91 এ তাঁকে ডাকা হয়েছিল।
সিজিও কমপ্লেক্স থেকে তাঁর আইনজীবী প্রসেনজিৎ নাগ বেরিয়ে জানান, যেহেতু গতকাল রাতেই ই-মেইলের মাধ্যমে নোটিশ দেওয়া হয়েছিল, সেই কারণে সমস্ত নথিপত্র জোগাড় করা সম্ভব হয়নি। সেই কারণে নথিপত্র জোগাড় করতে আগামী ১৫ দিনের সময় চাওয়া হয়েছে।
১৫ দিন পর সমস্ত নথিপত্র সহ সশরীরে হাজিরা দেবেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী।