অবতক খবর,২২ এপ্রিল,সুমিত দে, কলকাতা: শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ১৭ দিনের মাথায় SSKM থেকে ছাড়া পেলেন অনু্ব্রত মণ্ডল । আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কেন হাসপাতালে ভর্তি ছিলেন? গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল অনুব্রত মণ্ডলকে তলব করেছিল CBI। সকালে রাজারহাটে নিজের ফ্ল্যাট থেকে নিজাম প্যালেসে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথে আচমকাই শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। SSKM-এ নিয়ে যেতে হয় অনুব্রতকে। স্রেফ উডবার্ন ওয়ার্ডে ভর্তি করাই নয়, বীরভূমের তৃণমূল নেতার চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়।
চিকিৎসকরা জানিয়েছিলেন, অনুব্রতের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। রক্ত পরীক্ষা ও ইসিজিও করা হয়েছে। এরপর ১২ এপ্রিল ফের অনুব্রতকে দেখেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। জানা যায়, তৃণমূলের বীরভূম জেলা সভাপতির দুই অণ্ডকোষের অবস্থাই খারাপ। পুঁজ জমে রয়েছে। ফলে অনুব্রতকে হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল বোর্ড। অবশেষে এদিন ছাড়া পেলেন তিনি।