অবতক খবর,১৮ মে: আগামীকাল অর্থাৎ ১৯শে মে উদ্বোধন হতে চলেছে ১০০ বেড বিশিষ্ট সেফ হোম। বর্তমান কোভিড পরিস্থিতিতে মুমুর্ষ বীজপুরবাসীর সুবিধার্থে এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর ঐকান্তিক উদ্যোগে তৈরি হয়েছে এই সেফ হোম। এই সেফ হোমটি অবস্থিত হালিশহর রামপ্রসাদ আবাসে। আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে এই সেফ হোম উদ্বোধন করবেন বিধায়ক সুবোধ অধিকারী।