অবতক খবর,৪ সেপ্টেম্বরঃ পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে লেখা বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্না ঘোষ, বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক অমৃতসুদন ভট্টাচার্য, সুশোভন বন্দ্যোপাধ্যায়ের কন্যা মন্দিরা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। পদশ্রী বোলপুরের এক টাকা ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সামাজিক এবং তার জীবনের নানান কাহিনী নিয়ে তিনটি বই প্রকাশিত হয়।গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানটি মূলত সুশোভন বন্দ্যোপাধ্যায় অনুরাগী মানুষজন এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন।
ডা:সুশোভনকে খুব কাছ থেকে পাওয়া তার মধ্যে অন্যতম বিশ্বভারতীর শিক্ষাসত্রর অধ্যাপক মোজারুল হামিদ বলেন, সুশোভন বন্দ্যোপাধ্যায় কে নিয়ে তার রাজনৈতিক সামাজিক এবং তার জীবনের নানান কাহিনী নিয়ে মোট তিনটি বই প্রকাশিত হলো। একটি হচ্ছে সুশোভিত সুশোভন, অপরটি শোভন সুন্দর।
পাশাপাশি অধ্যাপক মজারুল হামিদ তিনিও সুশোভন বন্দ্যোপাধ্যায় এর জীবনী নিয়ে ১৬ আনার ডাক্তার নামক গ্রন্থটি প্রকাশিত হয়। ষোলআনা ডাক্তার বইটিতে সুশোভন বন্দ্যোপাধ্যায় কে নিয়ে নানান জানা অজানা তথ্য পাওয়া যাবে বলেই মত বইয়ের লেখক মোজারুল হামিদের।