অবতক খবর , পিন্টু প্যাটেল বর্ধমান :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ২০ বছর ধরে এই উৎসব পালিত হচ্ছে।এদিন এই উৎসবের শুভ উদ্বোধন করেন,পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক এনাউর রহমান।
উপস্থিত ছিলেন, মন্ত্রী স্বপন দেবনাথ,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু,মৎস্য দফতরের অতিরিক্ত শচিব ড.তাপস পারিয়া, মহকুমা শাসক সৌরভ মহান্তি সহ অন্যান্য অধিকারকগন।
উলেখ্য এদিন মন্ত্রী জানান,একসময় এই জলাশয় দুরাবস্থা হয়ে পড়ে ছিল এবং চুনো মাছ বিলুপ্তের দিকে যাচ্ছিলো সেই সব কথা মাথায় রেখে ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত এই পাঁচ কিলোমিটার জলাশয় এখন পূর্ণাঙ্গ আকার পেয়েছে।
এই মুহুর্তে পূর্বস্থলী বাঁশদাহ এখন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আগামীদিনে ইকো টুরিরিজম গড়ার চিন্তাভাবনা চলছে। অন্যদিকে গ্রামবাসীরা জানান,এই উৎসবকে ঘিরে দূরদূরান্ত থেকে মেলা ও পিকনিক করতে আত্মীয় স্বজন ও ভিন জেলা থেকে আসেন এখানে ।
পাশাপাশি পূর্বস্থলীতে বিভিন্ন প্রান্ত থেকে পিকনিক করতে মানুষ এখানে আসে। কারো সময় কাটে নাগর দোলনায় ,আবার রং বিরাঙ্গী পাখি দেখতে বা মোবাইলে ছবি বন্দি করতে ব্যস্ত পর্যটকরা।