অবতক খবর , সুজিত , হুগলী:- ২০০ এর বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় আসছি এবং আমরা ক্ষমতায় এলে সমস্ত ফলস কেস তুলে নেব, এমনকি সিপিএ, তৃণমূলের বিরুদ্ধে করা কেসগুলো-দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষl আজ হুগলির চাঁপদানির অ্যাঙ্গাস মাঠে বিজেপির এক দলীয় সভায় এসে তিনি একথা বলেন।
একই সাথে তিনি বলেন একবার আমাদের ক্ষমতায় আনুন দেখবেন রাজ্যে শ্রীলতাহানি বন্ধ হয়ে যাবেl অন্যদিকে তিনি জানান রাজ্যের সবুজ সাথী,স্বাস্থ্য সাথী এবং বহিরাগত তকমার সমালোচনা করেন। এদিনের সভা থেকে তিনি রাজ্যের কৃষকদের পাশে থেকে দুর্নীতি আটকাতে কেন্দ্রের কৃষি আইন একমাত্র রাস্তা বলে দাবি করেন।সভায় শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু, রাজ্য নেতা কবীর শংকর বোস সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন বিজেপির রাজ্য সভাপতি আরো বলেন মুখ্যমন্ত্রী শুধু বলছে উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নয়ন শুধু দিদির ভাইদের হচ্ছে।তাদের বড় বাড়ি হচ্ছে আর নীল সাদা রং হচ্ছে।আর যে তৃণমূল বহিরাগত নিয়ে বেশি গলা ফাটাচ্ছে সেই তৃণমূল দল ভোট জিততে বহিরাগত নিয়ে এসেছে।এমনকি মুখ্যমন্ত্রীর বাড়িতেও থাইল্যান্ডের বাসিন্দা রয়েছেন।এদিন সভা থেকে সবাইকে বিজেপি দলে আহ্বান জানিয়ে বলেন যারা সোনার বাংলা গড়তে , তাদের দলে আসতে চাইছে তাদের স্বাগত।
হুগলী চাঁপদানী জুট মিল সঙ্গলঙ্গ ময়দানে দিলীপ ঘোষ কড়া ভাষায় আক্রমন করেন। ভিন রাজ্য থেকে আসা জুট কর্মীদের বিদেশি বলছেন, যারা কাজ করতে এসেছিলেন তাদের বাধ্য করছেন রাজ্যের বাইরে চলে যেতে। রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রীর এখন বহিরাগত বলছে মিল শ্রমিক দের। সিপিএম আগে বন্ধ করেছিল কল কারখানা। যেভাবে সিঙ্গুরে কারখানা বন্ধ করেছে । বিক্রি করার সরকার এক দিন সব কিছু বিক্রি করে চলে যাবে।