অবতক খবর,২১ মার্চ: শুক্রবার ২১শে মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হল মালদায়। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এদিন এই দিবস পালন করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই উপলক্ষে এদিন ডিস্ট্রিক্ট আরলি ইন্টারভেনশন সেন্টারে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতীম মুখোপাধ্যায়, সহকারি অধ্যক্ষ ডাঃ প্রসেনজিৎ বর সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারবর্গকে নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানে ডাউন সিনড্রোম কী, ডাউন সিনড্রোমে আক্রান্তদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কী কী করণীয় ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন।