অবতক খবর,২৫ মার্চ: ২১৩ বছরের প্রাচীন শ্যামনগর মূলাজোর কালীমন্দিরে আয়োজিত হলো শ্যামনগর মূলাজোড় মা ব্রহ্মময়ী ও রাধা কৃষ্ণ উৎসব উপলক্ষে মঙ্গলবার অন্নকূট উৎসব ।

১২১৯ সালের ৩১ শে বৈশাখ গোপীমোহন ঠাকুরের যারা প্রতিষ্ঠিত এই মন্দিরে আয়োজিত প্রথম বর্ষ অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন কয়েক হাজার ভক্ত।

২০০ কিলো অন্য সহ মাছ ও বিভিন্ন রকম সবজি সহ অন্নকূটের আয়োজন করা হয় ।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায় জানান মায়ের কাছে আবেদন করলাম সবার যেন মঙ্গল হয়। সবাই যেন ভালো থাকে ।