অবতক খবর,২০ ডিসেম্বর : ১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বরের পর এবার ২১ ডিসেম্বর। শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসে যে তিনটি তারিখের উল্লেখ করেছিলেন, তার শেষ এবং তৃতীয় দিন আগামিকাল। যদিও আগের দু’টি তারিখে রাজনৈতিক ভাবে উল্লেখযোগ্য় কিছু না ঘটলেও ১২ এবং ১৪ তারিখে যথাক্রমে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্য়ু এবং আসানসোলে বিজেপি-র কম্বল বিতরণ অনুষ্ঠানে কম্বল বিতরণ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনা ঘটে। এই দুই ঘটনার কথা উল্লেখ করেই এবার আগামিকাল, ২১ ডিসেম্বরের জন্য় সতর্কবার্তা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আগামিকাল বিজেপি নেতাদের থেকে দূরে থাকার জন্য় সাধারণ মানুষকে সতর্ক করলেন তিনি।
কুণাল ঘোষ বলেন, ‘১২ তারিখ সিবিআই হেফাজতে লালন শেখের রহস্য় মৃত্য়ু হল। ১৪ তারিখ কম্বল দিতে গিয়ে নিরীহ লোকদের মেরে দিল। ডিসেম্বরে নাকি রাজ্য়ে সরকার পড়ে যাবে। ফুটো কলসি বাজে বেশি। সবাইকে বলছি, আগামিকাল একটু সাবধানে থাকবেন। আগামিকাল ২১ তারিখ বিজেপি নেতাদের বা বিজেপি-র শাখা সংগঠন, এজেন্সি, এদের থেকে দূরে থাকবেন। এরা খুব বিপজ্জনক। ডেট দিয়ে দিয়ে মানুষ মেরে ফেলছে। সবাই ঠাকুর ঠাকুর করে বাড়ি থেকে বেরোবেন।’ প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ডিসেম্বর মাসে রাজ্য়ে বড় কিছু ঘটার দাবি করে আসছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিসেম্বর মাস যত এগিয়ে আসে, তত বিরোধী দলনেতার হুঁশিয়ারি নিয়ে জল্পনা বাড়ে রাজ্য় রাজনীতিতে।