অবতক খবর , জলপাইগুড়িঃ      কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার প্রতি বঞ্চনা ও বাংলার ন্যায্য পাওনা আদায়ের দাবীতে প্রতিবাদ সভা ও তৃণমূল কংগ্রেস এ যোগদান সভা অনুষ্ঠিত হয় দোমহনি ২নং অঞ্চলের বৌলবাড়ি লক্ষ্মীর হাটে। এই সভায় প্রায় ২২৫ টি পরিবার বিজেপি , সিপিআইএম ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ।

এই সভায় উপস্তিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী,SJDA এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন,জলপাইগুড়ি জেলার দায়িত্ব প্রাপ্ত অবজারভার তথা নেতা অলক দাস, জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী শ্রীমতি মহুয়া গোপ মহাশয়া,জলপাইগুড়ি জেলার সহ সভাধিপতি দুলাল দেবনাথ,ময়নাগুড়ি ১নং তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায়, ময়নাগুড়ি বিধায়ক অনন্ত দেব অধিকারী, সজল বিশ্বাস,কুমুদ রঞ্জন রায় , ঝুলন সান্যাল,ছাত্র নেতা হৃদয় রায়, দোমহনি ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান তথা কল্যানী রায় ও আরো অনেকে। এছাড়াও এদিন লক্ষ্মীরহাট এলাকার প্রতিবাদ সভায় ২২৫টি পরিবার থেকে প্রায় ৮০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী সহ দলীয় নেতৃত্বরা ।