অবতক খবর , সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :- দীর্ঘদিন যাবত পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারি কর্মি ও সহায়িকারা শিশুকল্যানের জন্য কাজ করে গেলেও তাঁরা তাদের নানারকম প্রাপ্য এবং সুযোগসুবিধা থেকে বঞ্চিত।
তাদের ২২ দফা দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য পাশে দাঁড়াল অরাজনৈতিক সংগঠন “পশ্চিমবঙ্গ অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা কল্যান সমিতি”।
বুধবার মালবাজার শহরের উদিচী কমিউনিটি হলে এক সভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মন্ডল, যুগ্ম সম্পাদিকা সুমনা দত্ত,দার্জিলিং জেলার সহ-সভাপতি মৌসুমি ঘোষ ধর সহ অন্যান্যরা।
এদিন অঞ্জন মন্ডল বলেন, দীর্ঘদিন যাবত কর্মী ও সহায়িকারা তাদের দায়িত্ব পালন করে গেলেও তাদের কথা কেউই ভাবেনি।এখন দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গেছে।দাবি আদায়ের লক্ষে পশ্চিমবঙ্গ ব্যাপি ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য তৈরী হচ্ছে সবাই।