অবতক খবর :: কালিয়াগঞ্জ :: ২৫ জুন :: ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার ২৫ জুন দিনটিকে ৪৫ তম কালা দিবস হিসাবে পালন করা হল। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিজেপির শহর দলীয় কার্যালয় থেকে ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে। ১৯৭৫ সালে তৎকালিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষে জরুরী অবস্থা জারি করেছিলেন। তার প্রতিবাদে আজকের দিনটিকে কালা দিবস হিসাবে পালন করে ভারতীয় জনতা পার্টি নানা প্রতিবাদের মাধ্যমে।
এদিনের ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি শহর মন্ডল সভাপতি ভবানীচরণ সিংহ, বিজেপি মহিলা মোর্চার নেত্রী দোলা মোদক, শহর সম্পাদক অমিত সাহা প্রমুখ। এদিনের সামাজিক দুরত্ব বজায় রেখে, বিজেপি কর্মীদের ধিক্কার পোস্টার গলায় ঝুলিয়ে কালা দিবসের ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে সুকান্ত মোড়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। ধিক্কার মিছিলে উপস্থিত শহর বিজেপির সভাপতি ভবানীচরণ সিংহের কথায়, ” স্বাধীনতার পর দেশের ইতিহাসে সব থেকে কালো অধ্যায় ১৯৭৫ সালের জরুরী অবস্থা। আজকের দিনেই তা ঘোষণা করা হয়েছিল। আজকের দিন রাজনীতির ইতিহাসে কালা দিন। “