অবতক খবর,২১ মার্চ: ২৬-এর বিধানসভায় তৃণমূল-বিজেপির পাশাপাশি টেক্কা দিয়ে লড়তে ময়দানে তেজস্ জনকল্যাণ পার্টি। এদিন ধর্মতলার মোড়ে দাঁড়িয়েই হুঙ্কার তোলেন দলের প্রধান নেতৃত্ব রুবি গুপ্ত। বাঙালির ঘুম ভাঙাচ্ছি বলে কার্যত গর্জন করেন তিনি। পাশাপাশি তিনি বাংলার যুব সমাজকে নিয়ে চিন্তা প্রকাশ করেন। বাংলার মেধারা বাইরে চলে যাচ্ছে কারণ, বাংলায় কোনও সুযোগ নেই। তাই বাংলার মেয়ে ও পুরুষদের জন্য মাতৃভাণ্ডার এবং গণেশ ভান্ডারের পরিকল্পনার কথাও জানান।
এদিন তৃণমূল ও বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি করার প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক ও বিরোধী দলকে এক হাত নেন রুবি গুপ্ত। সংখ্যালঘু ও হিন্দুত্ব ভোটব্যাংক ইস্যুকে নক্কর জনক বলেও মন্তব্য করতে শোনা যায় তাকে। যারা মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে তাদের ক্রিমিনাল বলেও কটাক্ষ করেন তিনি।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বিধানসভা কেন্দ্রগুলিতে প্রার্থী দেবেন কিনা তা নিয়েও মুখ খোলেন রুবি গুপ্ত। সঙ্গে তেজস জনকল্যাণ পার্টির উদ্দেশ্য নিয়েও বার্তা দেন টিজেপি-র রাজ্যসভাপতি তথা রুবি গুপ্ত। ব্যুরো রিপোর্ট নিউজ গ্রাউন্ড