অবতক খবর,২৩ আগস্ট,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র সমাবেশকে সামনে রেখে বুধবার দুপুরে মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ডাঃ গৌরমোহন রায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট পক্ষ থেকে, মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদেরও কলেজের তৃণমূল ছাত্রপরিষদের ইউনিটের সকল সদস্য ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী ও সদস্যদের নিয়ে মন্তেশ্বর কলেজের মিটিং হলে একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এই সভা প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ।
এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল, মন্তেশ্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান, এসসি, এসটি, সেলের ব্লক সভাপতি বিপুল রায়, ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী চক্রবর্তী, ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চুয়া সোম, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি হিল্লোল বন্ধু, মন্তেশ্বর কলেজের প্রাক্তন ছাত্রনেতা লালন শেখ, অরিজিত কুন্ডু সহ আরও অনেকে।
মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল জানান মন্তেশ্বর ব্লক থেকে ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কলকাতায় ছাত্র সমাবেশে মন্তেশ্বর ব্লক থেকে ১০ থেকে ১২টা বাস রিজার্ভ করে এবছর রেকর্ড পরিমাণে কলকাতার ছাত্র সমাবেশের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এই প্রস্তুতি সভায় এসে বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও নিন্দা করে SFI ছাত্র সংগঠনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপের রহস্যজনক মৃত্যুর জন্য দায়ী করেন।
কারণ তিনি আরো জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন বরাবরি SFI ছাত্র সংগঠন দখল করে আছে।
তৃণমূল ছাত্র পরিষদ যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আছে সেখানে এইরকম কোন ঘটনা আজ পর্যন্ত ঘটেনি।
তাই তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন।