অবতক খবর,২৯ মার্চ:  গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে ২ জন বাংলাদেশি দালাল কে গ্রেফতার করেছে নদীয়ার গাংনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এই দুই দালাল অবৈধ ভাবে বাংলাদেশি নাগরিক দের ভারতে আসতে সাহায্য করত।

ধৃত ২ বাংলাদেশি দালাল এর নাম সাহেব আলী মন্ডল, স্বপন বিশ্বাস। দুজনেই গাংনাপুর থানার হুমানিয়াপোতা পূর্ব পাড়ার বাসিন্দা। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ তাঁদের আদালতে পাঠায় পুলিশ।