অবতক খবর,২৪ সেপ্টেম্বরঃ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে পরস্পরের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ৩০ বছর ধরে বাবুপাড়ায় দুর্গাউৎসব করে নজীর সৃষ্টি করেছেন।
মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত মহলন্দী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবুপাড়া সার্বজনীন দুর্গাপূজা দীর্ঘ ৩০ বছর ধরে সম্প্রীতির বার্তা বহন করে আসছে।
উল্লেখ্য সেই ১৯৯২ সাল থেকে সুদীপ্ত দাসের উদ্যোগে মহলন্দী গ্রামের হিন্দু মুসলিম বাসিন্দারা হাতে হাত মিলিয়ে এই দুর্গাপূজা করে আসছেন।
এই বিষয় দুর্গা উৎসব কমিটির সভাপতি মোঃ শুকুরুল্লা সেখ বলেন ” আমাদের মুসলিমদের ছাড়ে বাঁশ কেটে নিয়ে এসে এই পুজো শুরু হয়েছিল এখনো আমরা সকলেই মিলেমিশে এই পুজো উৎসব করি। খুব ভালোলাগে যে আমরাও যেমন আসি, হিন্দু ভাইয়েরা তেমনি মুসলিমদের বিভিন্ন পালা পর্বনে সহযোগিতা করেন। ”
এ বিষয়ে কমিটির সম্পাদক গোপাল দাস বলেন ” সুদীপ্ত দাস প্রথমে সকলকেই নিয়ে খোলা আকাশের নিচে মন্ডল তৈরি করে, পুজো দিতেন। তারপর মুসলিম ভাইদের সহযোগিতা নিয়ে ২০১০ সালে স্থায়ী ভাবে মন্দির গড়ে উঠেছে। ”
তিনি আরও জানান। “মুসিলম সম্প্রদায়ের মানুষ আমাদের সহযোগিতা না করলে এই সার্বজনীন দুর্গাপূজা করা সম্ভব হত না। “