অবতক খবর,পুরাতন মালদা,৮ সেপ্টেম্বর: ৩০ শয্যা বিশিষ্ট মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রের উন্নতিকল্পে অক্সিজেনসহ ম্যানীফোল্ড উদ্বোধন।
বুধবার বিকেলে পুরাতন মালদার মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রের অক্সিজেনসহ ম্যানিফোল্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতে উদ্বোধন করেন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, কোষাধক্ষ্য বিমল চন্দ্র দাস, মুখ্য পৃষ্ঠপোষক রাজেন্দ্র জৈন, বিধান রায়,মৌলপুর গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ জয়দীপ মজুমদার সহ অন্যান্য ব্যবসায়ীরা।
সারা দেশের পাশাপাশি মালদা জেলাতেও চলছে করোনা আবহ। এই পরিস্থিতিতে পুরাতন মালদার মৌল স্বাস্থ্যকেন্দ্রে ৩০ শয্যা বিশিষ্ট অক্সিজেন পাইপলাইন সহ ম্যানিফোল্ডের উদ্বোধন করা হয়।
খরচ হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা।
জানা গিয়েছে শুধু পুরাতন মালদা নয় আপৎকালীন সুবিধা পাবে সারা জেলার মানুষ।
করোনা আবহে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার মানুষ।