অবতক খবর , উত্তর দিনাজপুর : উওর দিনাজপুর জেলা করণদিঘী থানা খেকিটলা ৩৪ নম্বর জাতীয় সড়কে পাশে ইলেকট্রিক পোলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা। আহত ৫০ জন। এর মধ্যে ১৫ জন গুরুতর আহত হয়েছে। হাত, পা, মাথায় চোট লাগে, আহত অবস্থায়, স্থানীয় গ্রামবাসীরা, সিভিক ভলেনটিয়ার উদ্ধার করে করণদিঘী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়।
জানা যায় কৃঞ্চনগর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দূঘটনার কবলে পড়ে বাসটি, রাস্তা খারাপ জন্যই দুর্ঘটনা ঘটছে বলে জানায় আহত বাস যাত্রীরা, রাস্তা সংস্কার সহ অবিলম্বে রাস্তা তৈরির দাবি জানান তারা।