অবতক খবর,২৫ সেপ্টেম্বর,মালদা:- ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জলমগ্ন ইংরেজবাজার পৌরসভার পৌর নাগরিকরা। ইতিমধ্যে মঙ্গলবার জরুরী বৈঠক প্রশাসন ডেকেছেন। ইংরেজবাজার পৌরসভার ৩,২৩,২৫,২৯ নং ওয়ার্ডের করুন দশা । প্রায় ৪৮ ঘন্টা ধরে পৌর নাগরিকরা এখানকার জলমগ্ন জলবন্দী হয়ে পড়ে রয়েছে। 23 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকার মানুষরা তারা ঘর ছাড়া হয়েছেন অস্থায়ীভাবে খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে বসবাস করছে। তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডল তার বাড়িতেও এখন পর্যন্ত জল রয়েছে।

পৌর নাগরিকরা বলছেন নিকাশি ব্যবস্থা বেহাল, ড্রেনেস সিস্টেম সেই ভাবে নেই এবং অবাধে চলছে বিল ভরাট যার ফলে জল যন্ত্রণার মধ্যে তাদের থাকতে হয়।

ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন গতকাল থেকে জল বিভিন্ন ওয়ার্ড থেকে নামানোর জন্য পৌর কর্মীরা চেষ্টা করছে কিছু ওয়ার্ডে জল নেমেছে তবে কিছু ওয়ার্ডে জল এখনো রয়েছে মঙ্গলবার জেলা প্রশাসনের জরুরী বৈঠক ডাকা হয়েছে থাকবেন জেলাশাসক। ও পাশাপাশি জল যাতে বিভিন্ন ওয়ার্ড থেকে দ্রুত নেমে যায় তার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও পৌরসভার এই ভূমি কা কে নিয়ে বিজেপিও ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি জানান বেহাইনিভাবে পুকুর ভরাট বিল ভরাট হচ্ছে , জল বাড়ানোর কোন জায়গা নেই ড্রেনের সিস্টেম মুখ থুবড়ে পড়েছে নিকাশি বেহাল যার ফলেই জলজন্ত্রণায় জলমগ্ন অবস্থায় পৌর নাগরিকরা এই পৌরসভা সম্পূর্ণভাবে ব্যর্থ সম্পূর্ণ গাফিলতি এই পৌরসভার।