অবতক খবর,২১ মার্চ: “রঙে, আনন্দে, উৎসবে মেতে উঠলো ৪৯ ঘোড়াপাখিয়া ২নং প্রাথমিক বিদ্যালয়! বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, রঙ খেলা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উদযাপন করলো এই বিশেষ দিনটি।”
“আজ ৪৯ ঘোড়াপাখিয়া ২নং প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাসের উদ্যোগে এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এই বর্ণাঢ্য উৎসব।”
প্রধান শিক্ষক দেবব্রত দাস জানান,
“এই উৎসবের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সংস্কৃতির সাথে পরিচয় করানো এবং তাদের আনন্দ দেওয়া। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আরও উৎসাহিত করেছে।”
“প্রাক-প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী আজকের উৎসবে অংশ নেয়। রঙের খেলায় মেতে ওঠে সবাই। অভিভাবকরাও ছিলেন সমানভাবে আনন্দিত।”
এক অভিভাবক জানান যে,
“এমন সুন্দর আয়োজন দেখে খুব ভালো লাগছে। আমাদের শিশুরাও খুব আনন্দ পেয়েছে।”
“উৎসব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসেছিলেন এই উৎসব উপভোগ করতে।”
“শিক্ষার্থীদের আনন্দ এবং স্থানীয়দের উৎসাহই বলে দেয়, এই ধরনের উৎসব শুধু সংস্কৃতির বিকাশই নয়, সমাজের একাত্মতাকেও শক্তিশালী করে তোলে।
“রঙিন উৎসবের এই বিশেষ প্রতিবেদন ছিল ৪৯ ঘোড়াপাখিয়া ২নং প্রাথমিক বিদ্যালয় থেকে। এমনই আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন।”