অবতক খবর,১১ আগস্ট: প্রয়াত ৫ সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়, অনুপ ধর,কমল ভট্টাচার্য, রাজীব ঘোষ, চিত্র সাংবাদিক দানেশ সিদ্দিকীর স্মরণে মঙ্গলবার ডায়মন্ড হারবার প্রেস কর্ণার এক রক্তদান শিবিরের আয়োজন করে।
শিবিরটির উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিধায়ক যোগ রঞ্জন হালদার।
উপস্থিত ছিলেন বিধায়ক শংকর নস্কর, বিধায়ক পান্নালাল হালদার, এস ডিও সুকান্ত সাহা, এস ডি পি ও মিতুন কুমার দে, জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়, ডায়মন্ড হারবার হাসপাতালের ডেপুটি সুপার সুপ্রিম সাহা, বিডিও মিলন তীর্থ সামন্ত, জেলার পুলক মন্ডল , বিশিষ্ট চিকিৎসক আকবর হোসেন মন্ডল ,প্রধান শিক্ষক চন্দন মাইতি ,ডায়মন্ড হারবার থানার আইসি গৌতম মিত্র প্রমুখ।
ডায়মন্ড হারবার প্রেস কর্ণারে আয়োজিত এই রক্তদান শিবিরে অক্সিজেন কোনসেন্টেটর প্রদান করেন মুক্তি সংস্থার কর্নধার শংকর হালদার।উদ্বোধন করেন এস ডিও সুকান্ত সাহা।
অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী, প্রাক্তন পুর মাতা মিরা হালদার, পুর ওয়ার্ড কো অর্ডিনেটর রাজশ্রী হালদার, সৌমেন তরফদার, ক্রিমিনাল কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক আইনজীবী সুদীপ চক্রবর্তী,মন মোহিনী বিশ্বাস, ব্লক তৃণমূল সভাপতি অরুময় গায়েন প্রমুখ।
সম্পাদক নকিব উদ্দিন গাজী জানান, ডায়মন্ড হারবার ব্লাড ব্যাঙ্ক ৫২ দাতার রক্ত গ্রহণ করেছে।
অনুষ্ঠানে পৌরহিত্য করেন সাংবাদিক শাজাহান সিরাজ,কিংশুক ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেস কর্ণারের সহ সভাপতি সাকিল আহমেদ ও মিতা কাঞ্জি।