অবতক খবর :: হুগলী :: বেগমপুর :: দিল্লীর ৬৭ জন যাযাবর মানুষের হাতে তাদের দেশে ফেরার ট্রেনের সংরক্ষিত টিকিট তুলে দেওয়া হল। দিল্লীর প্রেমনগর থেকে কিছু মানুষ প্রত্যেক বছর ই এ রাজ্যে আসে তাদের বিভিন্ন ঔষাধি বিকিকিনির জন্য। সেই রকমই ৬৭ জনের একটি দল হুগলীর বেগমপুরে এসে লকডাউনেরয়জন্য আটকে পরে। তারপর থেকেই তারা হুগলীর বেগমপুরে দীর্ঘদিন আটকে ছিল। বাড়ি ফেরার মতো ছিল না কোন টাকা পয়সা। স্থানীয় মানুষের সহযোগীতায় দিন কাটছিল তাদের।
এই অবস্থায় স্থানীয় বেগমপুর পঞ্চায়েতের উদ্যোগে এবং বিধায়ক বেচারাম মান্নার সহযোগীতায় তাদের ঘরে ফেরার ট্রেনের সংরক্ষিত টিকিট হাতে তুলে দেওয়া হল। আগামী কাল সকালে হাওড়া – দিল্লী শ্রমিক স্পেশালে হাওড়া থেকে রওনা দেবে দিল্লীর উদ্যেশে। আগামীকাল সকালে পুলিশে সহযোগীতায় তাদের গাড়ি করে পৌছে দেওয়া হবে হাওড়া স্টেশনে।
গাড়িতে যাবার তাদের পর্যাপ্ত খাবার সামগ্ৰী বেগমপুরের স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীরা প্রদান করেছে।